ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এসইডিপি'র পুরস্কার বিতরন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সহকারী অধ্যাপক ড. হারিছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরির্দশক লাভলী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, এ্যপোলো ইনস্টিটিউট এর অধ্যক্ষ এর আর এম শামছুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ২০২২-২০২৩ সনের ৩১জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিগণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন