জিবি নিউজ প্রতিনিধি//
এনসিপির প্রোগ্রাম থেকে সাংবাদিক প্রত্যুষ তালুকদারের মোবাইল ফোন চুরি হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।
জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্টান ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ডিবিসির সিলেট প্রতিনিধি সাংবাদিক প্রত্যুষ তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
সাংবাদিক প্রত্যুষ তালুকদার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গেইটে থেকে আমার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। এই ব্যাপারে সাধারণ ডায়েরির বিষয়টি প্রক্রিয়াধীন। কেউ যদি কোনো ধরনের আর্থিক ফায়দা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকান্ড করেন তাহলে পুলিশকে অবগত করার জন্য অনুরোধ জানান তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন