নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ //
সিলেটের বিশ্বনাথে ‘রাব্বানী ফাউন্ডেশন, ইউএসএ ইনক’র উদ্যোগে এসএসসি-দাখিল উত্তীর্ণ উপজেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার কৃতি মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ও রাব্বানী ফাউন্ডেশন, ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানীর সৌজন্যে শুক্রবার বিকেলে উপজেলার কোনাউরা নোয়াগাঁও গ্রামস্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার বাড়িতে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলার ‘আল-আজম স্কুল এন্ড কলেজ, একলিমিয়া উচ্চ বিদ্যালয়, পিএমসি একাডেমী ও ভ‚রকি দাখিল মাদ্রাসা’র এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আজম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আহাদ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারকের সাথে নগদ অর্থ প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বন্যা-করোনা’সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে ও শিক্ষা-ক্রীড়া-স্বাস্থ্য’সহ এলাকার দারিদ্রতা দূরীকরণে ‘রাব্বানী ফাউন্ডেশন, ইউএসএ ইনক’র মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহান কাজ করে যাচ্ছেন। নিজের কর্মগুনেই ইতিমধ্যে তিনি সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। গোলাম রাব্বাবীর আর্থ-মানবতার সেবা প্রদান ও এলাকার দারিদ্রতা দূরীকরণের কর্মকান্ড উপজেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। তাই ‘রাব্বানী ফাউন্ডেশ’র কার্যক্রমকে আরোও গতিশীল করতে আমাদেরকে এর সার্বিক সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
কোনাউরা নোয়াগাঁও গ্রামের মুরব্বী হারিছ আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, ভ‚রকি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা মতিউর রহমান, আল-আজম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কান্তি ঘোষ, পিএমসি একাডেমীর সহকারী শিক্ষক সোহেল মিয়া, জাহেদুল ইসলাম, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছমরু মিয়া, অজিত কুমার দেব, ভ‚রকি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক লুৎফুর রহমান, বিশ্বনাথ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মোছন আলী, সমাজসেবক আব্দুস ছত্তার, সংগঠক সিদ্দিকুর রহমান মানিক, কাওছার আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তানভির আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক কবির আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন