আদিবাকে নিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আলোচনার ঢেউ

gbn

হারিছ আলী, গোলাপগঞ্জ //

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার পর সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনকে নিয়ে এখন আলোচনার ঢেউ বইছে। গত ১৭ জুলাই তারেক রহমানের সাথে তিনি সৌজন্যে সাক্ষাৎ করেন।

 

 

 

এসময় সৈয়দা আদিবা হোসেনকে এলাকাবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি বিএনপিকে শক্তিশালী করতে নির্দেশ দেন।

 

এমন নির্দশ পেয়ে লন্ডন থেকে তিনি ছুটে এসেছেন তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। সৈয়দা আদিবা সিলেট- ৬ আসনের  সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী।

 

 

জানা যায়, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে এ পর্যন্ত বিএনপিসহ বিভিন্ন সংগঠনের একাধিক সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরই মধ্যে অনেকে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।

 

 

সৈয়দা আদিবা সিলেট-৬ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট  শিল্পপতি প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা। নির্বাচনী মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

 


গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। ঘন ঘন যোগদান করছেন ঘরোয়া অনুষ্ঠানে। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

 

 

এ বিষয়ে তিনি বলেন, সিলেট-৬ আসনের সাবেক এমপি আমার প্রয়াত বাবা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অনেক উন্নয়ন করেছেন। শিক্ষার ক্ষেত্রে এনেছেন অমূল পরিবর্তন। আমার পরিবারের নামে দুই উপজেলায় রয়েছে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। আমি আমার প্রয়াত বাবার অসমাপ্ত কাজ করার জন্য প্রার্থী হচ্ছি। মানুষ আমাকে অনেক ভালবাসে। দুই উপজেলায় আমি অনেক সাড়া পাচ্ছি।

 

 

লন্ডনের কিংস্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকালে সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও গণমানুষের গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে। আপনার বাবার মতো আপনিও এলাকার মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং সকল রকমের সহযোগিতা অব্যাহত রাখবেন।

 

 

পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

 

এ সময় গোলাপগঞ্জের মধ্যে ড. সৈয়দ মকবুল হোসেনের প্রতিষ্ঠিত সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯৬.৪৩% পাশের হার অর্জন করেছে শুনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য শুভকামনাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন