মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দ্বিতীয় দফায় রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেন তারা।
শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় হাই কমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়েছে, ভারতীয় চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন।
এ সময় তারা চিকিৎসাধীন কয়েকজন রোগীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, আহতদের ব্যবস্থাপনা প্রোটোকল এবং চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে গত ২৩ জুলাই ঢাকায় পৌঁছায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন