যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবলসেঞ্চুরি জোরিখ ফন চকভিকের

gbn

যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবলসেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন চকভিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।

আজ শুক্রবার ফন চকভিকের বিধ্বংসী ২১৫ রানের ইনিংসে ছিল ১৯ চার ও ৬টি ছক্কার মার। তার ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা গড়ে পাহাড়সম ৩৮৫ রানের স্কোর, যা এখন যুব ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ।

 

মাত্র তিনদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বেনোনিতে অপরাজিত ১৬৪ রান করেছিলেন ফন চকভিক। ওই ম্যাচেও দ্বিশতকের পথে ছিলেন তিনি। কিন্তু আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি। ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে জয় পায়।

ফন চকভিকের এই ইনিংসের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল জ্যাক রুডলফের, ১৫৬ রান। ২০০০ সালে নেপালের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি।

 

 

 

আর আন্তর্জাতিক যুব ওয়ানডেতে শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার করা ১৯১ রানের রেকর্ড ভেঙেছেন ফন চকভিক। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রানের রেকর্ডটি করেছিলেন লঙ্কান ক্রিকেটার হাসিথা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন