বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক অবস্থায় ৬

gbn

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪২ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন।

আজ বৃহস্পতিবার রাত ৮টার পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

ব্রিফিংয়ে অধ্যাপক মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ রোগীর মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি ঘটেছে।

তাদের মধ্যে অনেককেই দু-এক দিনের মধ্যে রিলিজ দেওয়া হতে পারে।

 


 

আগুনে পোড়া রোগীর অবস্থা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে উল্লেখ করে মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘সিভিয়ার ক্যাটাগরিতে থাকা ১৩ রোগীর মধ্যে কয়েকজন সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারেন। বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।’

এ সময় এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে।

মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসাবিষয়ক সিদ্ধান্ত তারা নিচ্ছেন।’ একই সঙ্গে চীন থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আগামীকাল তাদের বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

 

বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘এ মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি স্কিন ডোনেশনও তারা আপাতত নিচ্ছেন না।

এ ছাড়া অনেকে আর্থিক সাহায্য দিতে চাচ্ছেন, সেটিরও প্রয়োজন নেই। চিকিৎসাসংক্রান্ত সব খরচ সরকার বহন করছে।’

 

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরো তিনজনের মৃত্যু হয়েছে।

সে হিসাবে সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪।

 

এদিকে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১।

এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ২৪।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন