জুলাই শহিদের স্মরণে শাবি ছাত্রদলের দুই গ্রুপের দোয়া মাহফিল

gbn

শাবি প্রতিনিধি //

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পৃথকভাবে দুই গ্রুপে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে এই কর্মসূচি পালন করেন।

 

 

শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত¡াবধানে আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়।

এসময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘আজকের এই মিলাদ মাহফিলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই-আগস্ট মাসে শহিদ হওয়া সকল বীর শহিদদের, যাঁরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়, আমাদের পথ দেখায়। ছাত্রদল সবসময় শহিদদের আদর্শ অনুসরণ করে ন্যায়ের পক্ষে কথা বলে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার বলেন, ‘যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন, তারা চিরকাল ইতিহাসের অমর সন্তান। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য আন্দোলনের অনুপ্রেরণা।’

 

অন্যদিকে, জোহর নামাজের পর শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত¡াবধানে কেন্দ্রীয় জামে মসজিদে একই কর্মসূচি পালন করেন শাবিপ্রবি ছাত্রদলের আরেক গ্রুপের নেতাকর্মীরা।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ বলেন, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা জুলাই ও আগস্ট মাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের শহিদ ও আহত যোদ্ধারা ছিলেন এবং আগামীতেও থাকবেন আমাদের ন্যায়সংগত লড়াইয়ের অমর যোদ্ধা হয়ে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন