জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট নগরীর জালালবাদ এলাকার আখালিয়া নতুন বাজার ব্যবসায়ি সমিতির নির্বাচনে নব নির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন জয় এবং সাধারণ সম্পাদক আব্বাস নুর আহমদকে বন্ধু মহলের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সিলেট নগরীর আখালিয়াস্থ একটি স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইমাদ হোসেন রিপন, মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজন, আফছর খান,সায়েদ আহমদ, জাবেদ , কামরান , কাবুল, কালাম, আমির আলি, আবু, সুলেমান, ইসলাম, তুহিন, সোহেল, ফাহিম, ছালেক, সুজাত, খালেদ, মুন্না, উত্তম, রজত, নুর হোসেন, দুলাল, রুজু, আহাদ প্রমুখ। এসময় বন্ধু মহলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন