বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ক্যারিয়ারের শুরু থেকে দর্শকদের দৃষ্টি কেড়েছেন। তার নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন পাইরেসির কবলে পড়েছে বলে জানা গেছে।
কাজল আরেফিন এ প্রসঙ্গে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি জানিয়েছেন, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন।
অমি তার পোস্টে লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা “ব্যাচেলর পয়েন্টের” ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগির তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ এ পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা অমির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা লাম প্রমুখ।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ধারাবাহিকটির প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন