রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটেছে। এতে অনেকেই নিহত ও আহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই অনাকাঙ্ক্ষিত, হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেই সাথে স্বাধীন-নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ জুলাই) দিনগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি, দুর্ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় মৃত্যু ও আহতদের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত হতে পারিনি; বরং এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছে, এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার পাশাপাশি স্পষ্টভাবে নিহত ও আহতদের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এতে করে জুলাই অভ্যুত্থান-পূর্ব আওয়ামী ফ্যাসিবাদী আমলে এ ধরনের নানা ঘটনা কেন্দ্রিক যে অনাস্থা জনমনে তৈরি হয়েছে, যা এখনও অনেকাংশে বিদ্যমান, তা দূর হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও স্ব-উদ্যোগে নিহত ও আহতদের নির্ভরযোগ্য সংখ্যা নির্ধারণে কাজ করবে।
এতে আরও বলা হয়, এছাড়া যে সকল শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে।
একই সঙ্গে সকল নাগরিককে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন