শোবিজের বাসিন্দাদের সন্তানরাও জন্মের পরপরই তারকা হয়ে যায়। জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায় সুপারস্টার মা-বাবাদের পাশাপাশি তাদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।
তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার চলচ্চিত্র জগতের তারকারা সবসময়ই নিরুৎসাহিত করেন। ফটো সাংবাদিকদের তারা এড়িয়ে চলতে চান। বিষয়টি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। গ্ল্যামার দুনিয়ায় বিরাট-আনুশকা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও। এবার সেই তালিকাতে নতুন সংযোজিত হয়েছে কিয়ারা-সিদ্ধার্থর নাম।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর সংসারে নতুন অতিথি এসেছে। আর বুধবার (১৬ জুলাই) দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই ফটো সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করলেন এ তারকাদম্পতি।
কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে ফটো সাংবাদিকদের সবাইকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। আর তার সঙ্গে জুড়ে দেওয়া কার্ডে অনুরোধ, ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’
এই একইভাবে রণবীর-দীপিকাও ফটো সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। আনুশকা ও বিরাট প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ জারি করেছিলেন। এবার তারকা মা-বাবাদের ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।
গত ১২ জুলাই দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শেষমেশ ১৫ জুলাই রাতে তারকাদম্পতির মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এলো। তারপর থেকেই অনুরাগীরা সিদ্ধার্থ-কিয়ারার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন।
বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানিকভাবে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেই পোস্টেই বলিউডের সহকর্মী-বন্ধুরা শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। সদ্যোজাত এবং অভিনেত্রী দুজনেই ভালো রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। বুধবার বেলা সিদ্ধার্থর মা-বাবা বাড়তেই নাতনিকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন