নতুন জুটিতে বলিউড মাত, রেকর্ড গড়ল ‘সাইয়ারা’

gbn

মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার। গতকাল শুক্রবার মুক্তি পাওয়া এ ছবি রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে।

অনেক দিন ধরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন সিনেমার বাইরে গিয়ে একদমই প্রেমের গল্পের এই ছবি দেখ মুগ্ধ দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া।

 

 

অভিষেক ছবিতেই বাজিমাত করেছেন নতুন মুখ আহান পান্ডে। অন্যদিকে অনীত পাড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। এর আগে তিনি কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন। এই জুটিকে আপনমনেই গ্রহণ করেছেন দর্শক।

 

বক্স অফিস রিপোর্ট বলছে, ‘সাইয়ারা’ প্রথম দিনেই আয় করেছে প্রায় ২০ কোটি রুপি। ৪৫ কোটি বাজেটের এই ছবির প্রথম দিনের আয়কে বলিউড বিশ্লেষকেরা ‘ব্যতিক্রমী’ বলছেন। এর মাধ্যমে আহান গড়েছেন এমন এক রেকর্ড, যা গত ১৫ বছরে আর কোনো নতুন অভিনেতা পারেননি।

 

স্টারকিড হয়েও যারা এর আগে বড় পর্দায় অভিষেক করেছেন, তাদের প্রায় সবাই প্রথম দিন দর্শক টানতে ব্যর্থ হয়েছেন।

যেমন আমির খানের ছেলে জুনাইদ ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের ছবি ‘লাভইয়াপা’ আয় করেছিল মাত্র ১ দশমিক ১৫ কোটি রুপি। রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির ‘আজাদ’ আয় করে ১ দশমিক ৫ কোটি। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ তো প্রথম দিনে আয় করেছে মাত্র ৩০ লাখ রুপি।

 

সেই তুলনায় ‘সাইয়ারা’ অনেক দূর এগিয়ে। এমনকি অনন্যা পান্ডের অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ প্রথম দিন আয় করেছিল ১২ দশমিক ৬ কোটি, আর জাহ্নবী কাপুরের ‘ধড়ক’ ৮ দশমিক ৭১ কোটি রুপি।

 

২০২৫ সালের হিসেবে ‘সাইয়ারা’ এখন পর্যন্ত ওপেনিং ডে–তে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবি। এর আগে আছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।

এই ছবির মাধ্যমে পরিচালক মোহিত সুরিও পেয়েছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। তার আগের সর্বোচ্চ ছিল ‘এক ভিলেন’–এর (১৭ কোটি)। শুরুটা যেভাবে হয়েছে, তাতে ‘সাইয়ারা’ যে আরও অনেক রেকর্ড ভাঙতে চলেছে, তা বলা বাহুল্য।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন