ফিলিপাইনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে

gbn

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ফিলিপাইনের রাজধানীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খবর এএফপির।

এক রাতের বৃষ্টিতে মারিকিনা নদীর তীর ভেঙে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপরেই রাজধানী ম্যানিলা এবং আশেপাশের প্রদেশগুলোতে স্কুল এবং সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

 

নদীর তীরে বসবাসকারী ২৩ হাজারের বেশি মানুষকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মেট্রোপলিটন এলাকার কুইজন এবং ক্যালোকান শহর থেকে আরও ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাধারণত এই মানুষগুলো নিচু এলাকার বাসিন্দা। মারিকিনা উদ্ধার অফিসের উইলমার ট্যান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে নদীর উচ্চতা ১৮ মিটারে (৫৯ ফুট) পৌঁছেছে।

 

জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস বলেন, ক্যালুকানে একটি সেতু পার হওয়ার চেষ্টা করার সময় একজন বয়স্ক মহিলা এবং তার গাড়িচালক খালের পানিতে ভেসে গেছেন।

গতরাতে তাদের গাড়িটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গাড়িটির জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, তারা হয়তো গাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে হাজার হাজার মানুষ এখনো তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে পারেনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন