দুই ম্যাচ হাতে রেখেই চলতি অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি অনুষ্ঠিত হবে। এবার অসিদের লক্ষ্য সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করা। ইতোমধ্যে মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং-ডে টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই ম্যাচেও দল অপরিবর্তিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সবশেষ পার্থ টেস্টে পেসার মিচেল স্টার্কের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে মাঠে নেমে খেললেন অসাধারণ। ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সকে আউট করে ‘একবিংশ শতাব্দীর সেরা’র ডেলিভারির স্বীকৃতিও আদায় করে নিয়েছেন।