জিবি নিউজ 24 ডেস্ক //
মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৯ রানের লক্ষ্যও তাড়া করতে পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজ জিততে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে গেলো রিয়াদ বাহিনী। সময়মতোই ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। ৫২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে টম ল্যাথামের দল।
খেলা শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নিউজিল্যান্ডকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা প্রত্যাশিত মানের ব্যাটিংয়ে করতে পারিনি। আমরা যদি এক থেকে দুইটা পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় হেরে গেলেও সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ দলের এ অধিনায়ক বলেন, সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমি আশা করি আমরা ভালোভাবে কামব্যাক করতে পারবো। আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন