তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট ভারত

জিবি নিউজ 24 ডেস্ক //

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গেছে ভারত। হ্যাডিংলিতে জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, রবিনসন ও স্যাম কারানের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ।

টসে জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে কোহলির দল। প্রথম ওভারেই লুকেশ রাহুলকে হারায় তারা। তিনে নামা চেতশ্বর পুজারা ফিরেন ১ রান করেই। এরপর ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও (৭) সাজঘরে ফেরত পাঠান অ্যান্ডারসন।

 

শুরুর এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭৮ রানেই গুটিয়ে যায় দলটি। রোহিত শর্মা সর্বোচ্চ ১৯ ও অজিঙ্গা রাহানে ১৮ রান করেন। এই দুইজন ছাড়া দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি আর কোনো ভারতীয় ব্যাটসম্যান।

ইংল্যান্ডের অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া রবিনসন ও স্যাম কারান নেন ২টি করে উইকেট। উল্লেখ্য যে, দুদলের মধ্যেকার দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন