ছাতকে কেয়ার-জিএসকে প্রকল্পের সম্মাননা প্রদান

gbn

আতিকুর রহমাম মাহমুদ, ছাতক থেকে ছাতক উপজেলা পর্যায়ে কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের কার্যক্রমের পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে ও কেয়ার-জিএসকে প্রকল্প পরিচালক বিকাশ চন্দ্র সাহা’র পরিচালনায় পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান.ফজলুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চৌধুরী রাজিব মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা সদস্য ও সিনিয়র সাংবাদিক শাহ্ মো.আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, সু-সেবা নেটওয়ার্কের উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সদস্য জোসনা বেগম। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আছিয়া বেগম। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গর্ভবতী মা ও শিশু সেবায় নিয়োজিত সু-সেবা নেটওয়ার্কের প্রশিক্ষিত নারীগন তাদের নিজ এলাকার কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা সমস্যার বিষয় গুলো তুলে ধরেন। গত ২০২০ সালে সু-সেবা নেওয়ার্কের আওতায় বিভিন্ন ইউনিয়নে গর্ভ ও সন্তান প্রসবকালীন সেবার বিস্তারিত তথ্য বিবরনী তুলে ধরা হয়। অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সু-সেবা নেটওয়ার্কের এই প্রশিক্ষিত নারীরা প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের প্রসবকালীন সেবা প্রদানে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাথ. উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নিপেন্দ্র কুমারেষ, প্রোগ্রাম সাপোর্ট অফিসার সুমন কুমার দাস, অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ, সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান বৃন্দের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সু-সেবা নেটওয়ার্কের নারী সদস্যদের সনদ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন