জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২ কোটি ১১ লক্ষ টাকার ২ কেজি ১১০ গ্রাম হেরোইনসহ লোকমান আলী (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব। বুধবার(৯’জুন) বিকেল সোয়া ৪টার দিকে পৌর ১১ নং ওয়ার্ড নামোশংকরবাটি বাগানপাড়া এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়। তিনি পৌর ৩ নং ওয়ার্ড আলীনগর ভুতপুকুর মহল্লার মৃত আব্দুল বারেকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, একজন মাদক ব্যবসায়ীর মাদকসহ অবস্থানের গোপন খবরে অভিযান চালিয়ে লোকমানকে ২ কোটি ১১ লক্ষ টাকার ২ কেজি ১১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান মেজর সাকিব। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন