চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো ২৫ মন আম ধ্বংস

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগজ্ঞের শিবগঞ্জ থানা ভবন কম্পাউন্ডে কেমিক্যাল দিয়ে পাকানোর অপরাধে অপরিপক্ক প্রায় ২৫ মন (৪৫ ক্যারেট) লখনা জাতের আম পিষে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার(২০’মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিঠুন মৈত্র’র উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদ হোসেন বলেন,গত দু’দিন পূর্বে আমগুলো উপজেলার দাইপকুরিয়া ইউনিয়নে একটি একটি ট্রাক্টর ট্রলি থেকে জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এসময় আম ও ট্রলি ফেলে মালিক পালিয়ে যায়। পরে তাদের খোঁজ মেলে নি। ওসি এ ব্যাপারে অনান্যদের সতর্ক করে আরও বলেন,অসময়ে অপরিপক্ক আম গাছ থেকে পাড়া,বাজারজাত করা ও বিশেষ করে নিষিদ্ধ কেমিক্যাল দিয়ে পাকানোর বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। তিনি আশা করেন,এ ব্যাপারে সকলে সাবধান হবেন।  ####

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন