সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে ফিরে সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বুধবার ( ২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো: আব্দুস সবুরের নেতৃত্বে সীমান্তের আব্দুর রহমানের বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সাতক্ষীরার বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার রহমান উজিয়া কাগজির ছেলে মো: আজগর আলী (৪৫) ও তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), আজগর আলীর কন্যা আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (৭)। আটককৃতদের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকায় এবং তারা একই পারিবারের সদস্য। সাতক্ষীরার বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ২৮ এপ্রিল থেকে ৫মে পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অবৈধ গমনাগম প্রতিরোধকল্পে বিজিবি সপ্তাহ পালনের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। রাতেই আটককৃদরে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ করা হয়েছে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন