মৌলভীবাজার শেরপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিবি নিউজ ।।
শনিবার বিকালে শেরপুর বাজার থেকে জুবেল মিয়া (২২) কে ৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানাই পুলিশ। শেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব্বির আহসান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের খবর পেয়ে তাকে গ্রেফতার করে।
মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে তৎপর রয়েছে জেলার পুলিশ।
গ্রেফতারকৃত জুবেলকে মাদক আইন বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।