সেতুবন্ধম সমাজকল্যান সংস্থা শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান। শ্যামরাবাজার আপ্তাবউদ্দীনআপ্তাব উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়

আজ ১৮/০৯/২০১৯ রোজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় শ্যামরাবাজার আপ্তাবউদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেতুবন্ধন সমাজকল্যান সংস্থার এডমিন জনাব মুহিদ মিয়া(যুক্তরাষ্ট্র প্রবাসী) উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।গরীব অসহায় ছাত্র ছাত্রীদের ৭০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আলহাজ্ব আবু সুফিয়ান (৬ নং একাটুনা ইউনিয়ন এর চেয়ারম্যান)
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থাকেন জনাব আজাদুর রহমান(শ্যামরা বাজার আপ্তাব উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব শেখ মুহাম্মদ নেসার আলী(ইউ পি সদস্য ৮ নং ওয়ার্ড)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন জনাব মাহবুব আরা বেগম(প্রধান শিক্ষক ও সচিব)।
জনাব মো:ফয়ছল ইউছুফ(সহ সভাপতি)।
জনাব রাজিয়া খানম(সদস্য)।
জনাব মেন্দি আহমদ (সদস্য)।
জনাব হুমায়ুন কবীর(খুদেজাবানু উয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক)।
জনাব সামীম আহমেদ(সামাজিক ব্যাক্তিত্ব ও মানবাধিকার কর্মী)।
জনাব আব্দুল আলীম(সামাজিক ব্যাক্তিত্ব ও মানবাধিকার কর্মী)।
জনাব সীতার আহমদ(সামাজিক ব্যাক্তিত্ব ও মানবাধিকার কর্মী)।
জনাব রনি আহমদ(সামাজিক ব্যাক্তিত্ব ও মানবাধিকার কর্মী)।
রুবেল আহমেদ(সামাজিক ব্যাক্তিত্ব ও ফটো সাংবাদিক)।
বেলাল তালুকদার (সাংবাদিক)।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন ও সার্বিক সহযোগিতা করেন জনাব নানু মিয়া।