নবীগঞ্জ কুর্শি ইউনিয়নের রতনপুর জমীদার বাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি কেয়া চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ||
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর জমীদার বাড়ীতে রাতের আধারে আকস্মিক অগ্নিকান্ডে পুড়ে যাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুশীতল রায় গংদের ৬টি বাড়ীসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি সাধিত এলাকা গতকাল শুক্রবার বিকালে পরিদর্শন করেন সিলেট-হবিগঞ্জ আসনের মহিলা সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তার সাথে ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছা,উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম,কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী,উপজেলা বঙ্গবন্ধু পরিষদ নেতা ভানু দাশ,ইউপি সদস্য মোঃ ছোবহান মিয়া প্রমূখ।