রাসেল ফাউন্ডেশন উদ্যেগে নিউইয়র্কে শোকাবহ আগষ্ট উদযাপন

জিবি নিউজ২৪.কম নিউইয়র্কে ||

শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যেগে নিউইয়র্কে শোকাবহ আগষ্ট উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে, শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছিলো এক অনুষ্ঠানের। এ সময় শোকাবহ আগষ্ট নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারমান যদ্ধাহত মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল বাতেন, প্রেসিডেন্ট ডাক্তার ফেরদৌস খন্দকার, সাধারন সম্পাদক আলামিন বাবুসহ অন্যান্যরা। বক্তারা এ সময় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরের আহবান জানান। অনুষ্ঠানে কিনোট পড়েন, সংগঠনের সাহিত্য সম্পাদক কামাল হোসেন মিঠুসহ নতুন প্রজন্মের তিন কিশোর কিশোরী। পঁচাত্তরের সেই কালো রাতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু রাসেলের নির্মম হত্যাকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেয় নিউইয়র্ক প্রবাসী কিশোর সাইফ উল্লাহ। শিশু রাসেলের হত্যাকারীদের যারাই এখনো জীবিত আছে তাদের অবিলম্বে মৃত্যুদন্ড কার্যকরের পাশাপাশি যারাই এই হত্যাকারীদের হয়ে সাফাই গাইবে, তাদের বিরূদ্ধে রুখে দাড়াবার শপথ নেন উপস্থিত কিশোর কিশোরীরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন