ছবির চেয়ে বিতর্কে বেশি জড়িয়েছেন বাণী

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়ারই পক্ষপাতী তার আসবাবপত্র ব্যবসায়ী বাবা। মা শিক্ষিকা থেকে পরে হন মার্কেটিং এগজিকিউটিভ। বাবার কথা শুনে মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে করেন তার দিদি। কিন্তু পারিবারিক ধারার বিরুদ্ধে গিয়ে বলিউডে কেরিয়ার করেছেন বাণী কাপুর। বয়স ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি অবিবাহিতা।

১৯৮৮ সালের ২৩ আগস্ট বাণীর জন্ম দিল্লিতে। পড়াশোনা ‘মাতা জয় কউর পাবলিক স্কুল’ এবং ‘অশোক বিহার স্কুল’তে। পরে তিনি পর্যটন নিয়ে স্নাতক হন ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে।

 

স্নাতক হওয়ার পরে তিনি প্রথমে ইনটার্নশিপ করেন জয়পুরে ওবেয়র হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে। পরে চাকরি করেন আইটিসি গোষ্ঠীর হোটেলে। এর পর চাকরি ছেড়ে পা রাখেন মডেলিংয়ের দুনিয়ায়। বেশ কিছু বিজ্ঞাপনের সুবাদে মডেলিংয়ের দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

তাকে দেখা গিয়েছিলো যশরাজ ফিল্মসের মিউজিক ভিডিও ‘ম্যায়ঁ ইয়ার মনানা নি’তেও। ‘ম্যাক্সিম’, ‘কসমোপলিটন’, ‘এল’, ‘ভোগ’সহ পৃথিবীর বিখ্যাত লাইফস্টাইল পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি।

২০১৩ সালে অডিশন দিয়ে বাণী সুযোগ পান ‘শুধ দেশি রোমান্স’ ছবিতে। আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত এবং পরিণীতি চোপড়া। ছবিতে বাণী অভিনীত ‘তারা’ চরিত্রটি প্রশংসিত হয়। বক্স অফিসে সফল এই ছবিতে অভিনয় করে সেরা নবাগতা হিসেবে পুরস্কৃত হন তিনি।

পরের বছর তিনি অভিনয় করেন তামিল ছবি ‘আহা কল্যাণম’তে। ২০১০ সালের হিন্দি ছবি ‘ব্যান্ড বজা বরাত’র হিন্দি সংস্করণ এটি। ২ বছরের বিরতির পরে বাণী আবার ফিরে আসেন বলিউডে। অভিনয় করেন যশরাজ ফিল্মসের ‘বেফিকরে’তে। বিপরীতে নায়ক ছিলেন রণবীর সিংহ। এই ছবিতে রণবীর-বাণী জুটির দুরন্ত অভিনয় দর্শকদের মন জয় করেছিলো।

ছবিতে এই জুটির একাধিক চুম্বনদৃশ্য নিয়েও সে সময় আলোচনা হয়েছিলো। কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রির প্রথম সারিতে পৌঁছাতে পারেননি তিনি। পরবর্তী ছবি ‘ওয়ার’তে সুযোগ পেতে সময় লেগে যায় আরো ৩ বছর। ছবিতে বাণীর সহ-অভিনেতা ছিলেন হৃতিক রোশন এবং টাইগার শ্রফ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মসের এই ছবি ছিলো সুপারহিট।

মুক্তির প্রথম দিনেই উপার্জনের দিক থেকে এই ছবিটি বলিউডের পুরোনো বহু রেকর্ড ভেঙে দেয়। বাণীর কেরিয়ারে এটাই সব থেকে উল্লেখযোগ্য ছবি।

‘শমসেরা’, ‘বেল বটম’ এবং ‘চণ্ডীগড় করে আশিকি’ বাণীর এই তিনটি ছবির কাজ সম্পূর্ণ। মুক্তির অপেক্ষায় দিন গুনছে তিনটি ছবিই। ছবির তুলনায় বাণীকে ঘিরে ইন্ডাস্ট্রিতে বিতর্ক বেশি। ‘বেফিকরে’ ছবির ট্রেলর মুক্তির পরে দর্শকরা দাবি করেন, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ফলে পাল্টে গিয়েছে তার নাক, ঠোঁট।

এই অভিযোগ উড়িয়ে দেন বাণী। তার দাবি ছিলো, তিনি ওজন কমিয়ে রোগা হয়েছেন। তাছাড়া প্যারিসে তীব্র ঠাণ্ডায় ‘বেফিকরে’র শুটিং হয়েছে। ফলে এই সব কারণেই তাকে অন্যরকম দেখিয়েছে বলে দাবি ছিলো নায়িকার। কিন্তু তার এই দাবিতে দর্শকদের মুখ বন্ধ করা যায়নি।

শেষে বাণী বলেন, প্লাস্টিক সার্জারি করার মতো আর্থিক সঙ্গতি তার নেই। তবে ইন্ডাস্ট্রিতে বাকি যারা প্লাস্টিক সার্জারি করিয়েছেন, তাদের নিয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি। বার বার একই প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হতে তিনি ক্লান্ত, জানান বাণী।

প্রথমে ফ্যাশন ডিজাইনার নিখিল থাম্পি এবং পরে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বাণীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। তবে দু’টি সম্পর্কের কথাই অস্বীকার করেছেন তিনি।

পোশাকের জন্য তার নামে দায়ের করা হয়েছে এফআইআর-ও। একবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বাণী। সেখানে তিনি একটি খোলামেলা টপ পরেছিলেন। ওই পোশাকের কাপড় ছিলো নামাবলীর মতো দেখতে।

কাপড়টিতে ‘রাম’ নাম লেখা ছিলো। এরপর বাণীর নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বাণীকে ক্ষমাপ্রার্থনার জন্যও দাবি উঠেছিলো নেটাগরিকদের একাংশের মধ্যে। ক্ষমা না চাইলেও বাণী ছবিটি সরিয়ে দেন প্রোফাইল থেকে।

উত্তর ভারতীয় এবং ইতালীয় খাবারের ভক্ত বাণী অবসরে সিনেমা দেখতে ভালবাসেন। ব্র্যাডলি কুপার এবং হৃতিক রোশন তার প্রিয় অভিনেতা। পছন্দের নায়িকা রেখা এবং মাধুরী দীক্ষিত। প্রিয় পরিচালক রাজকুমার হিরানি এবং যশ চোপড়া।

বেড়াতে যাওয়াও তার প্রিয় শখের মধ্যে অন্যতম। ছুটি কাটানোর প্রিয় গন্তব্য দুবাই। মরু শহরেই এখন থাকেন তার বিবাহিত দিদি নূপুর চোপড়া।

শোনা যায়, বাণী যখন প্রথম মডেলিং করতে এসেছিলেন তখন তার ওজন ছিলো ৭৫ কেজি। দাঁতে পরতে হতো ব্রেস। সেখান থেকে নিজেকে মডেলিংয়ের জন্য তৈরি করে তোলেন তিনি। কাজের সুযোগ কম পেলেও টিনসেল টাউন থেকে সহজে হারিয়ে যেতে আসেননি বাণী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন