আনন্দঘন পরিবেশে সাপ্তাহিক দেশ পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠান : কমিউনিটির উন্নয়নের বাংলা মিডিয়ার অবদান অপরিসীম

gbn

কে এম আবু তাহের চৌধুরী ||

গত ১০ই জানুয়ারী শনিবার অত‍্যন্ত আনন্দঘন পরিবেশের মধ‍্য দিয়ে লণ্ডন থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক দেশ পত্রিকার ১২ বছর পূর্তি উৎসব পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে অনুষ্ঠিত হয় ।

সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ পার্লামেন্টের এমপি আপসানা বেগম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এণ্ড কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রফিক হায়দার । সভায় স্বাগত বক্তব‍্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক ফয়সল মাহমুদ ও ব‍্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রহিম ।অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন -সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা ,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,দর্পন ম‍্যাগাজিন ও টিভির সম্পাদক রহমত আলী ,বিবিসি বাংলা বিভাগের মাসুদ হাসান খান ,সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী ,সাপ্তাহিক বাংলা পোষ্ট সম্পাদক ব্যারিষ্টার তারেক চৌধুরী ,শাহজালাল ব‍্যাংকের ডাইরেক্টর হারুন মিয়া ,স্পেকট্রাম ও সানরাইজ রেডিওর প্রেজেন্টার মিসবাহ জামাল ,বিশিষ্ট টিভি উপস্থাপিকা উর্মি মাজহার ,বিশিষ্ট লেখক সারওয়ার-ই- আলম ,ব্রিটিশ বাংলাদেশী হুজ হু সম্পাদক আব্দুল করিম গনি ,সাংবাদিক কামাল মেহেদী ,দি সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সংগঠণ ও ব্যক্তির পক্ষ থেকে দেশ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

সভায় বক্তারা -বৃটেনে প্রিন্ট মিডিয়ার এ ক্রান্তিকালে ও ডিজিটাল মিডিয়ার যুগে একটানা বারো বছর সাপ্তাহিক দেশ পত্রিকা সফলভাবে পরিচালনার জন‍্য সম্পাদক তাইছির মাহমুদ ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন‍্যবাদ জানান ।বক্তারা ,দেশ পত্রিকার নিউজের মান ও গুরুত্ব ,পত্রিকার সেট আপ ,গেট আপ ও ডিজাইনের প্রশংসা করে বাংলা মিডিয়াকে বাঁচিয়ে রাখার জন‍্য কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।বক্তারা -বিলেত থেকে প্রকাশিত বাংলা পত্রিকায় বাংলাদেশ সরকারের বিজ্ঞাপন প্রদানের আহ্বান জানান । প্রধান অতিথির বক্তব‍্যে আপসানা বেগম এমপি বলেন যে -বৃটেনে কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার ভূমিকা অপরিসীম ।বাংলা মিডিয়াকে সহযোগিতা করার জন‍্য তিনি সবাইকে আহ্বান জানান ও সাপ্তাহিক দেশ পত্রিকা আরো কয়েক যুগ কমিউনিটির সেবায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন । বিশেষ অতিথির বক্তব‍্যে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী বলেন যে -প্রিন্ট মিডিয়াকে বাঁচিয়ে রাখা একটি চ‍্যালেন্জিং ব‍্যাপার ।সংবাদের বিস্তারিত জানতে হলে প্রিন্ট মিডিয়ার দরকার ।টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিল আবার নতুন প্রজন্মদের বাংলা ভাষা ও অন‍্যান‍্য কমিউনিটি ল‍্যাঙ্গুয়েজ শিক্ষা প্রদানের উদ‍্যোগ গ্রহণ করেছে।তাই সবাই ছেলে মেয়েদের বাংলা শিক্ষা প্রদানের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান । কে এম আবু তাহের চৌধুরী তাঁর বক্তব‍্যে -অতীতের মত সাপ্তাহিক দেশ প্রবাসী বাংলাদেশীদের সমস‍্যা ,সম্ভাবনা ও সফলতা তুলে ধরবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন । সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ উপস্থিত সকল সাংবাদিক ও সুধীদের ধন‍্যবাদ জানিয়ে বলেন - দেশ পত্রিকার পক্ষ থেকে অনলাইন ও সোশিয়েল মিডিয়ার যাত্রা শুরু হয়েছে ।তিনি বিগত দিনে সাপ্তাহিক দেশ পত্রিকায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামী দিনে চলার পথে সকলের সহযোগিতা কামনা করেন ।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন