জামাল আহমদ খান জিবি নিউজ লন্ডন||
লন্ডনে বিজয়দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
নিউহাম ব্যাডমিন্টন ক্লাবের উদ্দোগে ও বেঙ্গলি ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় অনুস্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ড. আনসার আহমেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী ও বেঙ্গলি ইন্টারন্যাশনাল এর হোসাইন আলী, মোঃ জিল্লু মিয়া।
রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন আব্দুল বাছির।

মঙ্গলবার নিউহাম লেজার সেন্টারে আয়োজিত টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।
এতে বিজয়ী হয়েছেন মইনুল-আলমগীর জুটি আর রানারআপ হয়েছেন দিলওয়ার-আলাউদ্দিন জুটি এবং তৃতীয় স্থান দখল করেন জামাল-খালেদ জুটি।
টুর্নামেন্টে মিডিয়া পাটনা ছিলো “ভয়েস অফ টাওয়ার হ্যামলেট্স”।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন