২৫ জানুয়ারী লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন : ১৫টি পদে ৩১জন সদস‍্যের নমিনেশন প্রদান

gbn

 বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ‍্য দিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে গতকাল ৭ ই জানুয়ারী বুধবার পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ প্রেস ক্লাব অফিসে নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন পদে নমিনেশন দাখিল করা হয়েছে ।
  প্রেস ক্লাবের কার্যকরী কমিটির   ১৫টি পদের জন‍্য   ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার সায়েম -সালেহ - হান্নান ও তারেক-আকরাম-শাহনাজ অ্যালায়েন্স পক্ষ হয়ে নমিনেশন দিয়েছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী  হিসাবে  ভাইস প্রেসিডেন্ট পদে নমিনেশন জমা দিয়েছেন আহাদ  চৌধুরী বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন সলিসিটর মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন কমিউনিটি নেতা প্রফেসর শাহগীর  বখত  ফারুক ও শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরী।
এ বছর সাঈম-সালেহ-হান্নান পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি পদে সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি পদে সালেহ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার পদে মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার-এখলাছুর রহমান পাক্কু,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি-আফজাল হোসাইন, 
মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি-মো: আব্দুস সাত্তার মিশু,ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-ড আনিসুর রহমান,ইসি মেম্বার-মো: সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান, ফজলে রহমান পিনাক।

তারেক-আকরাম-শাহনাজ পরিষদের হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সভাপতি পদে সভাপতি-বারিষ্টার তারেক  চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে -তাইসির মাহমুদ, সহ-সভাপতি পদে -রেজাউল করিম মৃধা,জেনারেল  সেক্রেটারি পদে -আকরামুল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে -জাকির হোসেন কয়েস, ট্রেজারার পদে -শাহনাজ সুলতানা,এসিস্ট্যান্ট ট্রেজারার পদে - ইব্রাহিম খলিল,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ, 
ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-রুপি আমিন,
ইসি মেম্বার-সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ  সাজু আহম্মেদ ও  মোহাম্মদ আবু তালেব। ৯ জানুয়ারী প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিন এবং ২৫ জানুয়ারী ২০২৬ইং হবে  বহু প্রত‍্যাশিত নির্বাচন ।
এখানে উল্লেখ‍্য -এ বছর লণ্ডন বাংলা প্রেস ক্লাবের তিন শতাধিক সদস‍্য ও সদস‍্যা নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন