রেকর্ড নাকি গড়াই হয় ভাঙার জন্য। তবে এমন এক রেকর্ড আছে, যা রেকর্ডধারীর সতীর্থ ভাঙতে পারবেন না কখনোই। শুধু সেই রেকর্ডে তার সঙ্গী হতে পারেন। তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক সেঞ্চুরিটা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার আগে ঘরোয়া ক্রিকেটে কখনোই সেঞ্চুরির দেখা পাননি মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সেই রেকর্ডের সঙ্গী হয়েছেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ব্যাটার আজ সিডনি টেস্টে সেই রেকর্ড গড়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ সংস্করণে অভিষেক সেঞ্চুরি পাওয়ার আগে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে তিন অংকের দেখা পান বেথেল। অর্থাৎ, প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ইংলিশ ব্যাটার প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সবমিলিয়ে এমন রেকর্ড গড়া পঞ্চম ব্যাটার তিনি।
মিরাজ-বেথেল বাদেও আরো তিনজন এই বিরল রেকর্ড গড়েছেন।
তারা হচ্ছেন—কপিল দেব, মারলন স্যামুয়েলস, কার্টিস ক্যাম্ফার। শুরুটা করেছেন ভারতীয় কিংবদন্তি কপিল।
তবে বেথেলের রেকর্ড সেঞ্চুরির টেস্টেও ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে হার। চতুর্থ দিন শেষে ১৪২ রানে অপরাজিত আছেন তিনি। ১৫ চারের ইনিংসটিকে আগামীকাল আরো বড় করার সঙ্গে ইংল্যান্ডের লিড বাড়ানোর দায়িত্বও তার কাঁধে।
দিন শেষে ১১৯ রানের লিড পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩০২ রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৮৪ রানের বিপরীতে অস্ট্রেলিয়া ৫৬৭ রান করে প্রথম ইনিংসে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন