‘গণতন্ত্রকে টিকে থাকতে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত থাকতে হবে-নোবেল প্রদান অনুষ্ঠানে মারিয়া কোরিনা

gbn

গণতন্ত্রকে টিকে থাকতে হলে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত থাকতে হবে—নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বুধবার এ কথা বলেছেন। তিনি নিজে উপস্থিত থাকতে না পারায় অসলোর নোবেল প্রদান অনুষ্ঠানে তার কন্যা তার পক্ষে এই বক্তব্য পাঠ করেন।

ভেনেজুয়েলার এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই পুরস্কার শুধু তার দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যও গভীর তাৎপর্য বহন করে।’

তার কন্যা আনা কোরিনা সোসা মাচাদোর মাধ্যমে পাঠানো বক্তব্যে তিনি বলেন, ‘এটি বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে শান্তির জন্য গণতন্ত্র অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভেনেজুয়েলার জনগণ বিশ্বকে যে শিক্ষা দিতে পারে, তা দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে গড়া এক শিক্ষা।

আমরা যদি গণতন্ত্র চাই, তাহলে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।’

 

অসলোর সিটি হলে তার প্রতিনিধিত্ব হিসেবে হাসিমুখের একটি বড় প্রতিকৃতি টাঙানো ছিল।

৫৮ বছর বয়সী এই প্রকৌশলীর অসলোর সিটি হলে রাজা হারাল্ডের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করার কথা ছিল। নিজ দেশে কর্তৃপক্ষের আরোপ করা ১০ বছরের বেশি সময়ের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর তিনি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলেছিলেন।

 

তবে তিনি সময়মতো নরওয়ের রাজধানীতে পৌঁছতে পারেননি।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশিত একটি অডিও বার্তায় মাচাদো নোবেল কমিটির প্রধান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেসকে বলেন, ‘আমি অসলেতেই থাকব, আমি এই মুহূর্তে অসলোর দিকেই রওনা হয়েছি।’

তিনি কোথা থেকে ফোন করছেন, তা স্পষ্ট ছিল না।

ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন রয়টার্সকে বলেন, ‘তিনি ঠিক কখন অবতরণ করবেন, তা আমরা নিশ্চিত নই, তবে রাতের কোনো এক সময়।

 

লিখিত বক্তৃতার অনুলিখনে মাচাদো বলেন, ‘যত দিন আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত থাকব, তত দিন প্রতিদিন স্বাধীনতা অর্জিত হতে থাকবে। এই কারণেই ভেনেজুয়েলার সংগ্রাম আমাদের সীমান্ত ছাড়িয়ে যায়।’

তিনি বলেন, ‘যে জনগণ স্বাধীন হওয়ার সিদ্ধান্ত নেয়, তারা শুধু নিজেকে মুক্ত করে না, বরং সমগ্র মানবতার জন্য অবদান রাখে।’

২০২৪ সালে বিরোধী দলের প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পাওয়ার পরও মাচাদোকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বাধা দেওয়া হয়। বিতর্কিত ভোটের পর বিরোধী নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান বাড়ানো হলে ২০২৪ সালের আগস্টে তিনি আত্মগোপনে যান।

 

নির্বাচন কমিশন ও শীর্ষ আদালত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিরোধী পক্ষ বলছে, তাদের প্রার্থীই নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন এবং তারা নিজেদের বিজয়ের প্রমাণ হিসেবে কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে।

বক্তৃতায় মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ সময়মতো বুঝতে পারেনি যে দেশটি ধীরে ধীরে একনায়কত্বের দিকে এগোচ্ছে।

তিনি বলেন, ‘আমরা যখন বুঝতে পেরেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো কতটা ভঙ্গুর হয়ে পড়েছে, তত দিনে সবকিছু অনেক দেরি হয়ে গেছে।’

১৯৯৯ সালে নির্বাচিত হয়ে ২০১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন গণতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের এই মূল হোতাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়, তখন অনেকেই মনে করেছিলেন যে আইনের শাসনের বিকল্প হিসেবে ক্যারিশমাই যথেষ্ট।’

তিনি বলেন, ‘১৯৯৯ সাল থেকে এই শাসনব্যবস্থা আমাদের গণতন্ত্র ভেঙে দেওয়ার কাজেই নিজেকে নিয়োজিত রেখেছে।’

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ দখলের জন্য তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন এবং ভেনেজুয়েলার জনগণ ও সশস্ত্র বাহিনী এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

অক্টোবরে মাচাদো নোবেল শান্তি পুরস্কার জেতার পর আংশিকভাবে এটি ট্রাম্পকে উৎসর্গ করেন। ট্রাম্প নিজেও বলে আসছেন, এই সম্মান তারই প্রাপ্য ছিল।

মাচাদো ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টরপন্থীদের সঙ্গেও নিজেকে একাত্ম করেছেন, যারা দাবি করেন—মাদুরোর সঙ্গে এমন অপরাধী চক্রের যোগ রয়েছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে এ বিষয়ে সন্দেহ রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার প্রশান্ত উপকূলে কথিত মাদক পাচারকারী জাহাজের বিরুদ্ধে ২০টির বেশি সামরিক হামলার নির্দেশ দিয়েছে।

মানবাধিকার সংগঠন, ডেমোক্র্যাটদের একটি অংশ এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এই হামলাগুলোকে বেসামরিক মানুষের বিরুদ্ধে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন