জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট ও স্থায়ী আবাসন প্রকল্প: ব্যয় ২১০৫ কোটি টাকা

gbn

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বা কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনে এ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। এ ছাড়াও জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারকে স্থায়ী আবাসন প্রদানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৭৬১ কোটি টাকা। দুটি প্রকল্পের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত ধরা হয়েছে। প্রকল্পটি দুটিতে মোট ব্যয় হবে ২১০৫ কোটি টাকা।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প পাস করা হয়।

আবাসিক ফ্ল্যাট প্রকল্পটি ২০২৫ থেকে জুন ২০২৯ মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ১৫টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবন হবে ১৪ তলা বিশিষ্ট, যার মধ্যে একটি বেজমেন্ট থাকবে। প্রতিটি তলায় আটটি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১ হাজার ২৫০ বর্গফুট। বেজমেন্ট ও নিচতলায় গাড়ি পার্কিং সুবিধা থাকবে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিত হবে।

স্থায়ী আবাসন প্রকল্পটি এটি মিরপুর ১৪-তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) মালিকানাধীন ৫ দশমিক শূন্য ৮ একর জমিতে নির্মাণ করা হবে। প্রকল্পটির উদ্দেশ্য হলো— জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে স্থায়ী আবাসন প্রদান। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে হবে।

প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ছয়টি ১৪ তলা ভবন (সাধারণ বেজমেন্টসহ) এবং ১২টি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। মোট ৮০৪টি ফ্ল্যাট থাকবে, প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১ হাজার ৩৫৫ বর্গফুট।

প্রধান উপদেষ্টা সভাপতিত্বে সভায় অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন