হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পরিবারের সদস্য গ্রেফতার

gbn

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের ভাতিজার মা ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে গ্রেফতার করেছে। এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ম্যাসাচুসেটস থেকে তাকে এই মাসের শুরুর দিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ফেরেইরা বি-টু পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তা ১৯৯৯ সালের জুনে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দেশে অবস্থান করেন। তাকে ‘ব্যাটারি’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং সংস্থাটি তাকে ‘অপরাধী অবৈধ ব্রাজিলিয়ান অভিবাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

তবে ফেরেইরার ছেলে জন্মের পর থেকেই তার বাবা মাইকেল লেভিটের কাছে বড় হচ্ছে। তিনি বলেন, ‘আমার একমাত্র উদ্বেগ আমার সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তা।’ 

 

 

ফেরেইরার আইনজীবী টড পোমারল্যু দাবি করেন, তিনি ডিএসিএ কর্মসূচির আওতায় বৈধভাবে অবস্থান করছিলেন এবং গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তিনি বলেন, ‘থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগে হঠাৎ করেই তাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতার করা হয়। ব্রুনার কোনো অপরাধের রেকর্ড নেই—এ অভিযোগের প্রমাণ আমরা চাই।’

 

 

 

 

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছে। ডিএইচএস এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী সবাইকেই নির্বাসনের আওতায় আনা হবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন