নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)–এর নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইওএস-এর সভাপতি ইকবাল হোসেন হিরা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিন, প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম আপ্পি, পাথওয়ের নির্বাহী পরিচালক শাহিন আহমেদ, এসিয়ার নির্বাহী পরিচালক আব্দুল আজিজ, প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নেছেরুল ইসলাম নাজমুল এবং এসিয়ার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।
আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর কার্যকর অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।
সাক্ষাতকালে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইলেকশন অবজার্ভার সোসাইটির মতো নাগরিক সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন আশা করে, পর্যবেক্ষক সংগঠনসমূহ দায়িত্বশীল ও পেশাদারভাবে তাদের ভূমিকা পালন করবে।’
ইওএস প্রতিনিধিরা এ সময় তরুণ পর্যবেক্ষকদের প্রশিক্ষণ, মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে প্রযুক্তির ব্যবহার, এবং নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করার উদ্যোগ কমিশনের সামনে উপস্থাপন করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন