হাকিকুল ইসলাম খোকন,
বুধবার ১২ নভেম্বর নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের এইটথ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা হবে। আর চার্টার স্কুল ও হোমস্কুল প্রোগ্রামের এইটথ গ্রেডের শিক্ষার্থীদের জন্য ভার্ত পরীক্ষা হবে ১৫ অথবা ১৬ নভেম্বর শনি ও রবিবার। এছাড়াও নাইনথ গ্রেডের শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষা হবে ২২ বা ২৩ নভেম্বর। ইতিমধ্যেই, অর্থাৎ ২১ অক্টোবর এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এই ভর্তি পরীক্ষা হবে ডিজিটাল পদ্ধতিতে। এইসব তথ্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় গুরুত্বের সাথে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় ।তবে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে তাদের স্কুলের গাইডেন্স কাউন্সেলর এসব বিষয়ে জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন টিউটোরিয়াল সেন্টার স্পেশালাইজড হাইস্কুল টেস্টের প্রশিক্ষণ ক্লাসে এইসব তথ্য জানিয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি পদ্ধতিগত পরিবর্তন আসবে এ বছরের পরীক্ষায়। যারা এ বিষয়ে অবহিত নয়, তাদের অভিভাবকরা আবার ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারেন।
বাংলাদেশী টিউটোরিয়াল গুলো অভিভাবকদের উদ্দেশে কয়েকটি টিপস দিয়েছেন। তাতে বলা হয়েছে, হাতে যে চারদিন সময় আছে, সেই সময়টুকু পুরো প্রস্তুতিতে ব্যয় করতে হবে। এ বিষয়ে বাড়িতে যাতে মনোযোগ সহকারে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সে বিষয়ে অভিভাবকরা সহযোগিতা করতে পারেন। স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট বেশ শক্ত। তাই টেস্টের আগের রাতে যাতে ছাত্রছাত্রীরা যুক্তিযুক্ত সময় ঘুমাতে পারে সে বিষয়েও যেন অভিভাবকরা সচেতন থাকেন। তবে পড়াশুনা বা অন্য কোনো বিষয়ে যেন তাদের ওপর বল প্রয়োগ করা না হয় সে বিষয়েও সচেতন থাকতে হবে বলে তারা জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন