রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

gbn

রাশিয়ার ব্যাপক রাতভর বিমান হামলার পর ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, নয়টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন

মধ্য ইউক্রেনের দ্নিপ্রো শহরে একটি নয়তলা আবাসিক ভবনে ড্রোন হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্ধকার রাতে হামলার মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‘এখানে তো কেবল সাধারণ আবাসিক ভবন, আর কিছুই নেই,’ বলেন মায়া নামের এক নারী।

‘আমি কীভাবে বেঁচে আছি জানি না, কারণ সব টুকরো এসে পড়েছিল আমার বিছানার ওপর, যেখানে আমি ঘুমাচ্ছিলাম,’ বলেন ভবনটির আরেক বাসিন্দা লারিসা।

 

 

 

ইউক্রেনের জরুরি সেবা সংস্থার হিসাবে, গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় অন্তত ১০ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র (এর মধ্যে কিছু ব্যালিস্টিক অস্ত্র) নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৯টি প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫০টি ড্রোনও ছোড়া হয়।

‘২৬টি ক্ষেপণাস্ত্র ও ৫২টি আঘাতকারী ড্রোন ২৫টি স্থানে আঘাত হেনেছে,’ বিমানবাহিনী জানায়। হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পলতাভা ও দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে, পাশাপাশি রাজধানী কিয়েভেও।

‘শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে,’ বলেন দেশটির জ্বালানিমন্ত্রী সভিতলানা গ্রিনচুক।

তিনি আরও জানান, বিভিন্ন অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হলে তা পুনরায় চালু করা হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন