দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

gbn

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্ট একটি যুগান্তকারী রায়ে বিদেশিদের ওপর হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জোহানেসবার্গ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে ‘অপারেশন ডুডুলা’ সংগঠনকে বিদেশিদের হয়রানি, ভয় দেখানো বা জনসেবা (স্বাস্থ্য এবং শিক্ষা) প্রাপ্তিতে বাধা দেওয়া ও শারীরিক আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী দেশে অবস্থানরত প্রত্যেক ব্যক্তিরই নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা রয়েছে, তা সে স্থানীয় হোক বা বিদেশি নাগরিক। এই আদেশের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে যে, কোনো বেসরকারি সংগঠন আইন নিজের হাতে নিতে পারবে না।

আদালত জানিয়েছে, কোনো ব্যক্তি বা সংগঠন বিদেশি নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষা বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। একই সঙ্গে বিদেশিদের প্রতি ভয় দেখানো, হয়রানি ও সহিংস আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এটি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ।

সাম্প্রতিক মাসগুলোতে জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অপারেশন ডুডুলার আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আসছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন