ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, আরও যেসব সিদ্ধান্ত এলো

gbn

চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরি করার চেষ্টা চালিয়েছেন।   

সভায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে, জুলাই সনদে কয়েকটি সংস্কারের বিষয়ে এখনও ভিন্ন মত রয়েছে। এছাড়া, গণভোট কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কী হবে—এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। 

 

 

এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ-আলোচনা করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। 

সভায় আরও নিশ্চিত করা হয়েছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন