প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের অংশ হিসেবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে এই কার্যক্রম সফলভাবে চলছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে গত ৩ অক্টোবর ২০২৫ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে উপস্থিত হয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়েছে।
তবে নিউইয়র্ক কনস্যুলেটের অধিক্ষেত্রভুক্ত রাজ্যসমূহ—নিউইয়র্ক, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, মেইন, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও ভারমন্টে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির আগ্রহ এবং পদ্ধতিগত সমস্যার কারণে কনস্যুলেট সাময়িকভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া (ওয়াক-ইন) কিছু আবেদন গ্রহণের সুযোগ রেখেছিল, যা এখনও চলমান রয়েছে।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আগত (ওয়াক-ইন) আবেদনকারীদের কাছ থেকে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
কনস্যুলেটের পক্ষ থেকে সম্মানিত প্রবাসী সেবাপ্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—আবেদন সম্পন্ন করার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ কনস্যুলেটে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রক্রিয়াটি সম্পন্ন করতে।
জিবি নিউজ24ডেস্ক//
 
                            
                            
 
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন