মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বড় প্রভাব’ থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় শি ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি পুতিনের ওপর তার (শি) বড় প্রভাব থাকতে পারে... দেখুন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। তিনি খুব শক্তিশালী নেতা, খুব বড় দেশ।
হ্যাঁ, আমার মনে হয় তার বড় প্রভাব থাকতে পারে। এবং আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন নিয়ে কথা বলব।’
ইউক্রেন শান্তি চুক্তি সম্পাদনে ট্রাম্প পুতিনের সঙ্গে ব্যক্তিগত রসায়নের ওপর নির্ভর করেছেন, কিন্তু বারবার রুশ নেতার কারণে তিনি হতাশ হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বুধবার পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘যতবারই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার ভালো কথোপকথন হয়, কিন্তু এরপর কিছুই হয় না।
’
ট্রাম্পের আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার তিনি সেই শীর্ষ সম্মেলন বাতিল করে বলেন, তিনি একটি ‘নষ্ট হওয়া বৈঠক’ চান না।
মার্কিন নেতা ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিবেশীর ওপর মস্কোর সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা পূর্ণ মাত্রার আগ্রাসন শেষ করার চেষ্টা করছেন।
তবে ট্রাম্প রুশ নেতাকে একঘরে করে রাখার বহু বছরের পশ্চিমা নীতিকে উল্টে দিলেও এখন পর্যন্ত শান্তি চুক্তির দিকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেননি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন