চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সংখ্যাটি ২০২৪ সালের পুরো বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অবৈধভাবে প্রবেশ বন্ধ করার সরকারি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকার নতুন চাপের মুখে পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি বছর উত্তর ফ্রান্স থেকে ইংল্যান্ডের দক্ষিণের উপকূলে এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৫৪ জন নথিপত্রহীন অভিবাসী চ্যানেল অতিক্রম করেছেন, যেখানে গত বছর মোট সংখ্যা ছিল ৩৬ হাজার ৮১৬ জন।
এই সংখ্যা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হবে, যিনি বিপজ্জনক এই ভ্রমণের জন্য অভিবাসীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া মানবপাচারকারী ‘গ্যাংগুলোকে গুঁড়িয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সর্বশেষ এই পরিসংখ্যানের অর্থ হলো, ২০২২ সালে যখন ৪৫ হাজারেরও বেশি অভিবাসী এই যাত্রা করেছিল—সেই রেকর্ড সংখ্যার পর ২০২৫ সালটি হতে চলেছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছোট নৌকা পারাপারের বছর।
সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন স্তর নিয়ে জনগণের হতাশা বেড়েছে। প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের সঙ্গে প্রত্যাবর্তনের চুক্তিসহ একাধিক নীতি ঘোষণার মাধ্যমে নাইজেল ফারাজের কট্টর-ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির দ্রুত উত্থান ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি।
২০২৫ সালের প্রথম ছয় মাসে ছোট নৌকায় আগমনকারী মানুষের সংখ্যা গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির জন্য সরকার দীর্ঘ শুকনো আবহাওয়াকে দায়ী করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, লন্ডন এবং প্যারিসের মধ্যে হওয়া ‘একজনের আগমন, একজনের প্রত্যাবর্তন’ চুক্তির অধীনে ৪২ জন ‘অবৈধ অভিবাসীকে’ ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন