ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সৌদি আরব যদি ফিলিস্তিনি রাষ্ট্র চায়, তবে তাদের ‘উট চালানো চালিয়ে যাওয়া উচিত’। তবে এর কিছুক্ষণ পরেই তিনি তার মন্তব্য নিয়ে অনুশোচনা প্রকাশ করেন।
ইসরায়েলে এক সম্মেলনে স্মোট্রিচ বলেন, ‘সৌদি আরব যদি আমাদের বলে যে ফিলিস্তিনি রাষ্ট্রের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিককরণ, তবে বন্ধুরা, আমাদের ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। সৌদি মরুভূমিতে বালুর ওপর আপনারা উট চালিয়ে যান।
আমরা সত্যিকার অর্থে উন্নয়ন করে যাব—একটি অর্থনীতি, একটি সমাজ, একটি রাষ্ট্র এবং আমরা যে সমস্ত মহান ও চমৎকার কাজ করতে জানি, তা নিয়ে।’
তার এই মন্তব্য ইসরায়েলের ভেতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ দ্রুত এই মন্তব্যের নিন্দা করেছেন।
লাপিদ আরবিতে এক্সে পোস্ট করে বলেন, ‘সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আমাদের বন্ধুদের প্রতি, স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না’।
পরে তিনি স্মোট্রিচকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অন্য বিরোধী নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, স্মোট্রিচের মন্তব্য ‘অজ্ঞানতা এবং সরকার ও মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে তার দায়িত্বের অভ্যন্তরীণ উপলব্ধির অভাব নির্দেশ করে।’
তার কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এবং ঘন ঘন উসকানিমূলক বক্তব্যের জন্য পরিচিত স্মোট্রিচ প্রায়ই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ান।
তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র নামক এই সত্তা তার সমস্ত সীমানার মধ্যে ইসরায়েল রাষ্ট্র এবং এটি কখনই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না।
’
তবে পরবর্তীতে স্মোট্রিচ তার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘সৌদি আরব সম্পর্কিত আমার মন্তব্যটি দুর্ভাগ্যজনক ছিল এবং এর দ্বারা যদি কোনো ক্ষোভের সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি অনুতপ্ত।’
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।
কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থবির হয়ে যায়।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বসতিতে বসবাসকারী স্মোট্রিচ বারবার ফিলিস্তিনি ভূখণ্ডটিকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার এবং হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন