প্যারিসের ল্যুভর জাদুঘরে রবিবার দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এর পরপরই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি এক্সে লিখেছেন, জাদুঘরটি রবিবার সকালে খোলার সময়ই এই চুরির ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষ কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেছেন, প্যারিসের লুভর জাদুঘর থেকে চুরি হওয়া গহনা ‘অমূল্য’।
মন্ত্রী ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার, ফ্রান্স ইনফো এবং লে মন্ডেকে বলেছেন, ‘তিন বা চারজন’ চোর প্রদর্শনীস্থলের ‘গ্যালারি ডি'অ্যাপোলন’-এর দুটি প্রদর্শনীর ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং মাত্র সাত মিনিটের মধ্যে তাদের প্রকাশ্য দিবালোকে চুরি সম্পন্ন করেছে।
ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে, যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলংকার সংরক্ষিত আছে। এই গ্যালারিটি সেঁন নদীর পাশে অবস্থিত।
ডাকাতরা জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং পরে মোটর স্কুটারে চড়ে পালিয়ে যায়। তাদের কাছে চেইনসও ছিল বলেও জানা গেছে।
চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনো জানা যায়নি।
বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শনকৃত জাদুঘর ল্যুভরে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন