স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস মঙ্গলবার বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি গাজায় সংঘটিত ‘গণহত্যার’ দায়ীদের জবাবদিহির বিকল্প হতে পারে না।
তিনি স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি অর্থ দায়মুক্তি নয়।’
সানচেস আরো বলেন, ‘গাজায় সংঘটিত গণহত্যায় যারা মুখ্য ভূমিকা রেখেছেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে—দায়মুক্তির কোনো সুযোগ নেই।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।
স্পেন ইউরোপের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের সবচেয়ে কণ্ঠশালী সমালোচকদের অন্যতম। দেশটি গত সেপ্টেম্বরেই ঘোষণা করেছিল, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয়ে ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর অভিযোগ’ তদন্ত করবে।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে অংশ নেওয়া সানচেস পুনর্ব্যক্ত করেন, ইসরায়েল থেকে ও ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা হবে, যখন শান্তির প্রক্রিয়া সুসংহত হয়ে নিশ্চিত পথে এগোবে।’
সানচেস আরো ইঙ্গিত দেন, স্পেন গাজায় ভবিষ্যৎ শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের প্রচেষ্টায় অংশ নিতে পারে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন