মৌলভীবাজারের কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে পৌর শহরের রাবেয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় সরকার মাসব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তাই অভিভাবকদের প্রতি আহবান তারা যেনো তাদের সন্তানদের বিনামূল্যে এ টিকা দিতে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন