মৌলভীবাজার প্রতিনিধি \ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,এর উদ্যোগে আয়োজিত (১১অক্টোবর-১২অক্টোবর) ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২অক্টোবর) রবিবার মৌলভীবাজার এম,সাইফুর রহমান জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া মৌলভীবাজার জেলা পর্যায়ের সমাপনী খেলা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি জেলা জামায়েত এর সাধারন সম্পাদক ইয়ামীর আলী,জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস ফখরুল ইসলাম,এনসিপির নেতা এহসান জাকারিয়া,-সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুরর রহমান। প্রধান অতিথি মূল্যবান বক্তৃতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। ফাইনেলে নারী ফুটবলে অংশ নেয় ] মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ও এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চ বিদালয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চ বিদালয় নারী দলকে ২-০ গোলে পরাজিত করে মৌলভীবাজার সদর
উপজেলার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় নারী দল চাম্পিয়ন হয়। বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুপাক্ষিক স্কুল অ্যান্ড কলেজ এবং রাজনগর উপজেলার পাচগাও উচ্চ বিদ্যালয়। দারুণ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ও একমাত্র গোল করে ১–-০ ব্যবধানে রাজনগর উপজেলার পাচগাও উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুপাক্ষিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বালক ও বালিকাদের খেলা ছিল সাঁতার, দাবা, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি। বিভাগীয় ও অঞ্চন পর্যায়ে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা আগামী ১৫ ও ১৬ অক্টোবর সিলেটে অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন