স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যাঞ্চলে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। জরুরি পরিষেবাগুলো আজ বুধবার নিখোঁজ থাকা দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। গতকার মঙ্গলবার গভীর রাতে ভবনটি আংশিকভাবে ধসে পড়ার কয়েক ঘণ্টা পরে সেখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে। ভবনটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা মেয়রের কাছে অবস্থিত।
জরুরি পরিষেবাগুলো জানায় মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও প্রকল্প তত্ত্বাবধানকারী একজন নারী রয়েছেন। প্রাক্তন অফিস ব্লক ভবনটিকে হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। টাউন হলের রেকর্ড থেকে দেখা যায় যে, ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।
মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক্স-এ বলেছেন, ‘বুধবার ভোরে দমকল কর্মীরা বাকি দুজনকে উদ্ধার করেছেন।
এই কঠিন সময়ে আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন তাদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি।’ স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, শ্রমিকরা মালি, গিনি ও ইকুয়েডরের বাসিন্দা। আরো তিনজন সামান্য আহত হয়েছে। ধসের কারণ তদন্ত করা হচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন