আলবেনিয়ার আদালতের ভেতর গুলিতে বিচারক নিহত

gbn

আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতের ভেতরে গুলিতে সোমবার এক বিচারক নিহত হয়েছেন।

আপিল আদালতে চলমান এক মামলার শুনানির সময় অভিযুক্ত এক ব্যক্তি গুলি চালালে বিচারক আস্ত্রিত কালায়া আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় আরো দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। গুলিবিদ্ধরা একটি জমি বিরোধ সংক্রান্ত মামলার বাদী ও তার ছেলে।

 

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যার নামের আদ্যক্ষর ‘ই. শ.’ বলে জানানো হলেও স্থানীয় গণমাধ্যম তাকে এলভিস শকম্বি হিসেবে শনাক্ত করেছে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বিচারকের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, ‘বিচারকের বিরুদ্ধে এই অপরাধমূলক হামলা অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত শাস্তি দাবি করে।’

তিনি আদালতের নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অস্ত্র বহনের জন্য কঠোর শাস্তির আহ্বান জানান।

বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা সালি বেরিশা বলেন, বিচারকের দায়িত্ব পালনকালে নিহত হওয়ার ঘটনা ৩৫ বছরের মধ্যে এটাই প্রথম।

তিনি মন্তব্য করেন, ‘আজকের এই ঘটনা পুরো আলবেনীয় সমাজের জন্য গভীর আত্মসমালোচনার দিন।’

 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত শকম্বি মামলায় পরাজয়ের আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে গুলি চালান। এ ঘটনায় তার চাচা এবং আদালতের এক নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

দেশটির প্রধান প্রসিকিউটর ওলসিয়ান চেলা বলেন, ‘এই ঘটনা শুধু এক প্রাণহানি নয়, এটি ন্যায়বিচার ও বিচারব্যবস্থার ভিত্তির ওপরই আঘাত।

 

আলবেনিয়ায় আদালতের ভেতরে গুলি চালনার ঘটনা বিরল হলেও এক দশক আগে ইতালির মিলানের আদালতে একই ধরনের হামলায় এক বিচারক ও আইনজীবী নিহত হয়েছিলেন।

বিচারক কালায়া তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি ২০১৯ সালে তিরানার আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান।

জাতিসংঘ সমর্থিত একটি আঞ্চলিক পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে জনসম্মুখে বন্দুক–সংক্রান্ত বিরোধে আলবেনিয়ায় ৪৩টি ঘটনা ঘটেছে, যা বলকান অঞ্চলে সর্বোচ্চ। তবে এটি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন