কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিপীড়ন বিরোধী দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. দিদার হোসাইন।
এ ছাড়াও উপজেলা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক সায়েফ আহমদ, সাহিত্য সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন