অর্থসংকটে ভুগছে ইউএনএইচসিআর : ৫ হাজার কর্মী ছাঁটাই

gbn

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আন্তর্জাতিক সহায়তায় বড় কাটছাঁটের কারণে চলতি বছরে প্রায় পাঁচ হাজার কর্মীর চাকরি ছাঁটাই করেছে। সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি সোমবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের প্রায় পাঁচ হাজার সহকর্মী চাকরি হারিয়েছেন। এটি আমাদের মোট কর্মশক্তির এক-চতুর্থাংশেরও বেশি।

’ সতর্ক করে দিয়ে তিনি জানান, এই সংখ্যা আরো বাড়তে পারে।

 

একজন মুখপাত্র এএফপিকে জানান, স্থায়ী কর্মী ছাড়াও অস্থায়ী বা পরামর্শক চুক্তিতে থাকা ব্যক্তিরাও চাকরি হারিয়েছেন।

ঐতিহ্যগতভাবে শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বৈদেশিক সহায়তা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র একসময় ইউএনএইচসিআরের বাজেটের ৪০ শতাংশেরও বেশি জোগান দিত।

কিন্তু এখন বড় দাতাদের এই বাজেট সংকোচন সংস্থাকে চরম সংকটে ফেলেছে।

 

২০২৫ সালে ইউএনএইচসিআরের অনুমোদিত বাজেট ছিল ১০.৬ বিলিয়ন ডলার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটি বরাদ্দের কেবল অর্ধেক, অর্থাৎ প্রায় পাঁচ বিলিয়ন ডলার পেত। গ্রান্ডি জানান, এভাবে চলতে থাকলে ২০২৫ সালের শেষে তহবিলে থাকবে মাত্র ৩.৯ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ১.৩ বিলিয়ন ডলার কম, বা প্রায় ২৫ শতাংশ হ্রাস।

 

তিনি বলেন, ‘কোনো দেশ, কোনো খাত, কোনো অংশীদারই এই সংকট থেকে বাদ পড়েনি। জীবনরক্ষাকারী কার্যক্রম থেমে গেছে, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকারদের মানসিক সহায়তা বন্ধ হয়েছে।’

গ্রান্ডি আরো যোগ করেন, ‘স্কুল বন্ধ হয়ে গেছে, খাদ্য সহায়তা কমানো হয়েছে, নগদ সহায়তা কেটে দেওয়া হয়েছে, পুনর্বাসন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কয়েক সপ্তাহের মধ্যে তহবিল থেকে এক বিলিয়ন ডলার কেটে দিলে এভাবেই ভেঙে পড়ে সব কিছু।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন